সিলেটের সিভিল সার্জনসহ ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করা হলো

post-title


 সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী সহ দেশের মোট ২৯ জন সিভিল সার্জনকে  বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।

এর আগে ২০২৩ সালে ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ডা. মনিসর চৌধুরীকে সিলেটের সিভিল সার্জন হিসেবে পদায়নের আদেশ জারি করা হয়।


 

নিজস্ব প্রতিবেদক