বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো...
বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা, এমন মন্তব্য...
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে দলটির শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করা হয়।
নতুন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনীত হয়েছেন।
তবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্র জানিয়েছে, আগামীকাল আত্মপ্রকাশ অনুষ্ঠানের আগেই এসব পদে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
দলটির আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য এবং অভ্যুত্থান আন্দোলনের অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন।
সিলেট বাণী ডেস্ক