নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশে বঞ্চিতদের বাধা, উত্তেজনা ও হট্টগোল

post-title

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা দিয়েছেন বঞ্চিত শিক্ষার্থীরা। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে নতুন সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তবে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়।

বিকেল ৪টার দিকে উত্তরা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে শোডাউন শুরু করেন। তারা স্লোগান দেন—‘প্রাইভেট-প্রাইভেট, বৈষম্য মানি না’, ‘ঢাবির কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, সিন্ডিকেটের কমিটি মানি না, মানবো না’।

এদিকে, নতুন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন—‘শিক্ষা, ঐক্য, মুক্তি’।

দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা আলোচনার চেষ্টা চালিয়ে যান।

জানা যায়, বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা বিকেলে সেখানে এসে জড়ো হন। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন।

মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকেল চারটার পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন। এরপর তাঁরা মিছিল নিয়ে মল চত্বরের দিকে এগিয়ে যান। সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।

বিক্ষোভে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। নতুন ছাত্র সংগঠনে আমাদের বাদ দিয়ে কমিটি যেন না দেওয়া হয়, সে জন্য আমরা বিক্ষোভ করছি।

সংগঠনের সংবাদ সম্মেলন আয়োজকদের একজন জানান, সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন হবে, তবে কিছুটা দেরি হতে পারে।


সিলেট বাণী ডেস্ক