কানাইঘাটে রফিকুল হক চৌধুরী স্মৃতি...
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের...
সিলেটে এক ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুরের পীরেরগাঁও নামক গ্রামের এক জঙ্গলের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সমর আলী (৬৫) একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামে। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার। তিনি জানান, নিহতের ডান কাঁধে জখম রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। এরপর তিনি ব্যবসায়ীক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। রাতে বাড়ি না ফেরায় আত্মীয় স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন কিন্তু কোথাও তার সন্ধান পাননি। পরে বুধবার দুপুরে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক