কোম্পানীগঞ্জে উদ্ধার হওয়া বিপুল...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা...
সিলেটের দক্ষিণ সুরমায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে প্রাণ হারিয়েছেন মো. রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী দক্ষিণ সুরমার হাজরাই গ্রামের কুটু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল রুস্তম আলীর। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর মারামারিতে গুরুতর আহত হন তিনি। আহত রুস্তম আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক