বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না।: চাকসু মামুন

post-title


‌গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় বিএনপি দিবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না বলে পরিষ্কার জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, যেকোনো পরিস্থিতিতে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। যে দলের নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম খালেদা জিয়া, সেই দলকে কিভাবে রুখবেন? দলের ভিতরে টানাটানি থাকতেই পারে, কিন্তু চ্যালেঞ্জ নিতে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত  রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে এক বিশাল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চাকসু মামুন বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই ৩১ দফায় দলীয় যে নির্দেশনা রয়েছে তা উপজেলা, ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আগামী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্য ও এর মাধ্যমে জনগণ কি ধরনের উপকৃত হবে তা জানাতে হবে। এ কারণে এই ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, ততই রাজনীতি সহজ হবে এবংবাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দ্রুত দরকার দুটি কারণে প্রধানত। একটি হচ্ছে, বাংলাদেশে স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা।

৩ নং কাজলসার ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগি সংগঠনরে উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহ্বাজ চেরাগ আলীর সভাপতিত্বে  সমাবেশে প্রধান বক্তা ছিলেন  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান।

ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেইন সেলিম,কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর,  জেলা বিএনপির সাবেক সদস্য রিপন আহমদ, উপজেলা স্বেচ্ছানেবকদলের আহবায়ক সামছুল ইসলাম লেইছ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মন্জুর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক