কুশিয়ারায় গোসল করতে নেমে নিখোঁজ...
কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর সিলেটেরে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের পূর্ব মুসলিমাবাদ গ্রামের মির্জা আব্দুল আহাদের লাশ উদ্ধার...
সড়ক দুর্ঘটনা
সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় ঝরলো দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সিলেটের জৈন্তাপুরের কাটাগাং নামক এলাকায় তামাবিল হাইওয়ে থানার পাশে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহত ২ জনের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু'জন মারা যান।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরী ও নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।
নিজস্ব প্রতিবেদক