কানাইঘাটে রফিকুল হক চৌধুরী স্মৃতি...
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের...
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের বিরুদ্ধে স্বৈরাচারীতাসহ নানাবিধ অভিযোগ এনে তাকে অবাঞ্ছিত ঘোষণা ও কমিটি প্রত্যাখ্যান করেছেন সিলেটের প্রাইভেট ইউনিভার্সিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে পাঁচটি প্রাইভেট ইউনিভার্সিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আসাদুল্লাহ আল গালিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বলেন, 'আন্দোলনের মাঠে আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্ব অনস্বীকার্য ছিলো। নেতা হিসেবে তার সবার প্রতি যথেষ্ট সম্মান ছিলো। কিন্তু ৫ আগস্টের পর থেকেই তার অন্য রূপ প্রকাশ পায়। গালিব ভাইকে কল দিলে রিসিভ করেন না। তিনি প্রাইভেটের শিক্ষার্থীদের কোনো খোঁজ খবর নেন না। আজ ৯০ শতাংশ শিক্ষার্থী তার ওপর তীব্র ক্ষিপ্ত, বিরক্ত। সিলেট জেলার কমিটিতে ত্যাগীদের ছাটাই করে ও নূন্যতম সদস্যপদ থেকে বঞ্চিত করাছে। গালিব ভাইয়ের সঙ্গে যারা লিয়াজু করে চলবে তাদেরই তিনি কমিটির পদ দিয়েছেন।'
গালিবের স্বৈরাচারী আচরণের বর্ণনা দিয়ে তারা বলেন, 'শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে নিজের চাওয়ার সমীচীন মনে করেননি তিনি। যে কোনো বিষয়ে ওনার কাছ থেকে সঠিক জবাবদিহিতা পাওয়া যায় না। আহত যারা আমাদের প্রথম অগ্রাধিকার ছিল। কিন্তু তাদের নিয়ে সিলেটে কাজ হয়নি। আমাদের নিয়মিত অভিযোগ শুনতে হয় আহতদের। আহতদের ভোগান্তি ওনি নিয়তি বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি বিপিএলের আহতদের ও শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত টিকিটের কোনো জবাবদিহিতা পাওয়া যায়নি তার কাছ থেকে। তার বিরুদ্ধে কিছু চাঁদাবাজির অভিযোগ এসেছে, যা আমাদের সংগঠনকে বিতর্কিত করেছে। সমন্বয়ক পাওয়ার খাটিয়ে সিলেট রেড ক্রিসেন্ট চৌহাট্টা অফিসে উনি সহ-পরিচালক পদ নেন, যেই পদ পূর্বে ছিলো না। গালিবের কথায় বুঝা যায় সিলেটের সকল প্রশাসনিক কাজ তিনি করতে পারবেন।'
সিলেটের কমিটি নিয়ে তারা আরও বলেন, 'তিনি এমন কমিটি দিলেন যা দিয়ে সংগঠনের বারোটা বাজিয়ে দিয়েলেন। কমিটির বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম ভুল এবং সিলেটের কমিটিতে ৭০ শতাংশ মৌলভীবাজার জেলা ইনক্লুড করা। এতেই বুঝা যায় দায়িত্বশীলদের দায়িত্বহীনতা ও আমাদের প্রাইবেটিয়ান ফ্রন্ট লাইনে যারা ছিলো তাদেরকে সরাসরি ছাটাই করে দেন। নূন্যতম সদস্যপদে প্রাইভেটের যে তিনজনকে রেখেছেন তারাও পদত্যাগ করেছেন। মহানগর কমিটি মোটমুটি ছাত্রলীগে ঠাসা। প্রধান পোস্টে দিলোয়ার ছাত্রলীগের সঙ্গে সক্রিয় ছিলেন। এতেই বুঝা যায় তিনি ছাত্রলীগের পুনর্বাসন করছেন। এখন তাকে আর মানুষ কিভাবে গ্রহণ করবে? সুযোগ দিলে জবাবদিহিতা চাইলে তিনি তোওয়াক্কাই করেন না, স্বৈরাচারী আচরণ করেন। ফ্যসিস্টের মতো একত্ব আর কৃতিত্বের মানসিকতা তিনি ত্যাগ করতে চান না। সবশেষে সিলেটের মানুষ নির্ধারণ করবে নেতৃত্বে কাকে রাখবে কাকে রাখবে না। তবে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা প্রাইবেটিয়ানরা উনাকে নেতৃত্বে আর দেখতে চাই না। আমরা চাই সিলেটের প্রধান নেতৃত্বে স্থানীয় কেউ আসবে।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী মহিদ হাসান শান্ত, মিফতাহুল হাসান মেহেদি, লিডিং ইউনিভার্সিটির মাহবুবুর রহমান শান্ত, দেওয়ান মাশফি, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমতিয়াজ শাফিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফর উদ্দিন, আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিব্বির আহমেদ, শাহাজুল ইসলামসহ অনেকে।
সিলেট বাণী ডেস্ক