গণতন্ত্র প্রতিষ্ঠায় ষড়যন্ত্র রুখে...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। এক...
ছবি সংগৃহীত
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত বারোটার দিকে মহানগরের রিকাবীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ঘরকাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আক্তারুজ্জামান ও সিলেট জেলার বিয়ানীবাজার থানার উজানঢাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত বারোটার দিকে নগরীর রিকাবীবাজারস্থ খালেদ বশির মিয়ার গ্যারেজের সামনে টিনের চালা পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করে ডিবি।
রবিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট