সিলেটে তিন গ্রামের সংঘর্ষে নারী নিহতের ঘটনায় আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটে তিন গ্রামের সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে এক নারী নিহতের মামলায় হাফিজুর নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের সময় নগরীর জালালাবাদ থানার ইনাতাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুল ইনাতাবাদ গ্রামের হাছন আলীর ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধাক্কা লাগা নিয়ে তেমুখী পয়েন্টে জালালাবাদ থানাধীন অনন্তপুর, কুমারগাঁও ও ইনাতাবাদ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হন রুমি রানী দেব নামের এক নারী গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই টিপু পাল বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজুল নামের ওই যুবককে গ্রেফতার করে। পরে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করে র‌্যাব।

এসএ/সিলেট