প্রবাসীদের উদ্যোগে মিরাবাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ

post-title

ছবি সংগৃহীত

মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্ঠা মিনহাজুর রহমান ও সৈয়দ ছানিয়াতুজ্জামান বাবার এর অর্থায়নে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার নগরীর মিরাবাজাস্থ ক্লাব কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম চৌধুরী মনসুরের সভাপতিত্বে ও  সৌমেন্দ্র সেন মিহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম, এ এম মিজানুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিলেট সিটি কর্পোরেশন কন্সট্রাকশন এসোসিয়েশনের সভাপতি ইফতেখার রসুল শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মো. নুরুল হুদা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল জলিল, ওসমানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী সাহেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরী, ৩৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম তাজ, সাবেক ছাত্রদল নেতা আব্দুল গফফার, সাবেক ছাত্রদল নেতা মিনার মিয়া চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিকী, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক সোহেল রাহুল, মান্না চৌধুরী প্রমুখ।


এসএ/সিলেট