শ্রীমঙ্গলের অনার্সের ছাত্র উজ্জ্বল...
মিজানুর রহমান আলম, শ্রীমঙ্গল : 'ব্রুকলি’ চাষে সফলতা এসেছে শ্রীমঙ্গলে। উপজেলার সাইটুলা গ্রামের অনার্সের ছাত্র উজ্জ্বল কুর্মী। তিনি শ্রীমঙ্গল...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে নিখোঁজের এক দিন পর পূর্ণিমা রেলী (১১) নামে এক শিশুর গলাকাটা ও এক হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শমসেরনগর চা-বাগানের ১১ নম্বর সেকশনে ক্যামেলিয়া লেকের পাশে স্থানীয় লোকজন শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। পূর্ণিমা রেলী শমসেরনগর চা-বাগানের ৬ নম্বর টিলার চা-শ্রমিক আপারাও রেলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে গরু খুঁজতে ঘর থেকে বের হয় পূর্ণিমা। সন্ধ্যা হয়ে এলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। সকালে শ্রমিকেরা চা-বাগানে কাজ করতে গিয়ে মেয়েটির লাশ দেখতে পান।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, মেয়েটি বুধবার নিখোঁজ হলেও পরিবারের লোকজন কেউ থানায় জানাননি। তাঁরা পারিবারিকভাবেই মেয়েটিকে খোঁজাখুঁজি করছিলেন। বৃহস্পতিবার সকালে মেয়েটির লাশ চা-বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের খবর দেন। পরে আমরা লাশ উদ্ধার করি।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং হাতটি পাওয়া যাচ্ছে না। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাবো। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট