বন্দরবাজারে হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক

post-title

ছবি সংগৃহীত

নগরীর বন্দরবাজার হোটেল মহানগর আবাসিক থেকে ৫ নারী-পুরুষকে আটক করেছে ডিবি পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- হোটেল মহানগরের ম্যানেজার, মহানগরীর কুশিঘাটের সিরাজুল ইসলাম, লামাকাজি খালপাড়ের ফখর উদ্দিন, গোয়াইনঘাটের কাপনারাইয়ের নিজাম উদ্দিন এবং আয়েশা বেগম, ছালেহা বেগম নামের দুই নারী।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট