নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
ছবি সংগৃহীত
সিলেটে ১৭ হাজার কেজি ভারতীয় চিনিসহ মো. আশরাফুল আলম নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) সিলেট শহরতলীর মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আশরাফুল ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. হেলাল উদ্দিন ব্যাপারী ছেলে। মহানগর পুলিশর মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, রবিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর মুরাদপুর এলাকার চেকপোস্ট স্থাপন করে শাহপরাণ (র.) থানা। পরে পুলিশ ট্রাকটিকে থামিয়ে ৩৫৮ বস্তায় (১৭ হাজার ৫৪২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫ হাজার টাকা। এসময় আটক করা হয় আশরাফুল ও বহনকারী ট্রাক।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট