শাবির বরিশাল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাহাত-সারানা

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‌‌'বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন'র চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহাত হোসেন ও একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সারানা চৌধুরী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি রাহাত হোসেন। সংগঠনের প্রধান উপদেষ্টা গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মেহেদি আল মুত্তাকিন, সহ-সভাপতি আব্দুর রহমান মাহি, মুহাম্মদ হাসান পিয়াল, নাসিয়াত হাসান ফাহিম, কাইফুল ইসলাম অনি, সাব্বির রহমান আকাশ ও সাবিকুন নাহার মারজান।

যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম ফয়সাল রাহাত, রবিন আহমেদ, অন্ত উমা রায়, সাইফ মাহমুদ রমজন, সাংগঠনিক সম্পাদক মো. জাবির, সহকারী সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম অভি, সৈয়দ আহমেদ অতি, মুহাম্মদ জিহাদ, ইশতিয়াক আহমেদ ও জুবায়ের আহমেদ সায়েম।

সংগঠনে আরও রয়েছেন কোষাধ্যক্ষ আজাদ শিকদার, সহকারী কোষাধ্যক্ষ পিতম ঘোষ, প্রকাশনা সম্পাদক হাসিব আহমেদ সিদ্দিকী রাফি, সহকারী প্রকাশনা সম্পাদক আব্দুল কালাম ইমন, ক্রীড়া সম্পাদক ফেরদৌস হাসান, আইটি সম্পাদক রাবিতা হাসান, শিক্ষা সম্পাদক নাজিফা তাসনীম নাজাহ্ ও সহকারী শিক্ষা সম্পাদক মো. ওসমান গনি।

এসএ/সিলেট