সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট সদর দলিল লেখক সমিতির সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয়।

এতে সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল আহাদ, নির্বাচন কমিশনার মো. আবু হায়দার ও মো. জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়- সভাপতি পদে শেখ লোকমান মিয়া, সহ সভাপতি পদে মো. সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রাশেদ, সহ সাধারণ সম্পাদক মো. কামরান আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইকবাল হোসেন ইমন, কোষাধ্যক্ষ পদে শ্রী দিপেশ চন্দ্র পাল, প্রচার সম্পাদক মো. মাহবুবুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ-২, দপ্তর সম্পাদক পদে মো. খালেদ হোসেন, সদস্য পদে মো. কামাল আলী গাজী, সুমন রাজা, মো. মিজানুর রহমান-২, অমৃত কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ সহ নেতৃবৃন্দ সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।


এসএ/সিলেট