২০০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক ১

post-title

ছবি সংগৃহীত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ মো. মুসলিম আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন পূর্ব কাশিনগর এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। আটক মো. মুসলিম আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার দুলাল মিয়ার ছেলে।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

এসএ/সিলেট