জুলাই গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে নগরীতে ছাত্রশিবিরের ‘গণমিছিল’

post-title

ছবি সংগৃহীত

জুলাই গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে সিলেটে ছাত্রশিবিরের ‘গণমিছিল’ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মাহ নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে ‘গণমিছিল’ শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে সমাবেশের মাধ্যেমে ছাত্রশিবির সিলেট মহানগরের উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপত্বিতে, মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু'র সঞ্চালনায় উক্ত 'গণমিছিল' পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্য শরীফ মাহমুদ বলেন, ‘আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যে গনঅভ্যুত্থান হয়েছে ছাত্রজনতার রক্ত নদী পেরিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু সেই বাংলাদেশে এখন পর্যন্ত খুনিদের বিচার আমরা লক্ষ্য করিনি। প্রয়োজনে বাংলাদেশের লক্ষ ছাত্রজনতা আবার রক্ত দিবে, কিন্তু বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবেনা। যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ কে বাংলাদেশে পুনরায় পুনর্বাসনের চেষ্টা করছেন, তারা জাতীর কাছে মীরজাফর হিসেবে ইতিহাসে নাম লেখাবেন।’

সভাপতির বক্তব্য শাহীন আহমদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতির বিচার করতে হবে। যদি অন্তর্বতীকালনী সরকার বিচার না করে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মসূচি ঘোষনা দিয়ে যে দুঃসাহস করেছে তাদের এ দুঃসাহস দুঃস্বপ্নে পরিনত হবে। যারা নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম করার পথ বেছে নিচ্ছেন তাদের কেও ছাত্রজনতা প্রতিহত করবে।’

উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, সিলেট জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস সহ মহানগরের নেতৃবৃন্দ।

এসএ/সিলেট