সংস্কার ছাড়া নির্বাচন করলে তা...
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না, দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই...
ছবি সংগৃহীত
সিলেট নগরীর বনকলাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে জরুরি সেবা সার্ভিস ৯৯৯'র মাধ্যমে সংবাদ পেয়ে একটি ডাস্টবিন থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ নূরানী ১০৬/৩নং বেদানা নিবাস এর উত্তর পাশে বাউন্ডারির ভেতরে খালি জায়গায় রাখা ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা পিস্তলটি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত কালো রঙের পিস্তলটির বিভিন্ন স্থানে মরিচা ধরে গেছে। অস্ত্রটির গায়ে "Made in W. Germany. PERFECTA-EI Alamerin, cal. 8mm K." লেখা রয়েছে। তবে, মরিচা ধরার কারণে অস্ত্রটির কক হয় না এবং ট্রিগারও কাজ করে না। এছাড়া, বাটের প্লাস্টিক অংশও নেই। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট