মাগুরছড়া বিস্ফোরণের ২৮ বছরেও...
আজ ১৪ জুন, মাগুরছড়া দিবস। ১৯৯৭ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় গ্যাস অনুসন্ধান কূপ খননকালে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় আদর্শ পাঠাগাররের ৫ বছর পূর্তি উপলক্ষে স্মারকগ্রন্থ 'দর্পণ' প্রকাশনা ও বইপড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও কলেজ গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান।
বক্তব্যে তিনি বলেন, মানুষের মাঝে জ্ঞান অর্জন ছড়িয়ে দেওয়ার অন্যতম ভিত্তি হচ্ছে বই। বই মানুষের নতুন চিন্তার দুয়ার খোলে দেয়। আগামীর বাংলাদেশ গঠনে বই হবে মূখ্য হাতিয়ার।
তিনি আরও বলেন, আজকের এই 'দর্পণ' স্মারকগ্রন্থের প্রকাশনা এতদঞ্চলে শিক্ষা ও সাহিত্যের অনন্য এক মাইলফলক।
পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক দর্পণ স্মারকগ্রন্থের সম্পাদক ও প্রকাশক প্রভাষক মো. খালিক উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক দৈনিক যুগভেরীর সম্পাদক অপূর্ব শর্মা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর সদস্য প্রাক্তন অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া সরকারি কলেজের শিক্ষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, প্রভাষক মো. এবাদুর রহমান শামীম, যুক্তরাষ্ট্র প্রবাসী শোয়েব আহমেদ চৌধুরী প্রমুখ। বক্তারা সকলেই আদর্শ পাঠাগারের এমন উদ্যোগের প্রশংসা করেন।
পরে বইপড়ায় অংশ নেওয়া শতাধিক ছাত্রছাত্রীর হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, শুভেচ্ছা স্মারক ও বই প্রদান করা হয়।
এসএ/সিলেট