নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
প্রতীকী ছবি
ই-মেইল ও মোবাইল ব্যাংকিং এ্যাপস্ হ্যাক করে হাতিয়ে নেওয়া ৭ লক্ষ টাকা উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এক ভুক্তভোগী নারী সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন। তিনি জানান, গত ২৫ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টায় বাসায় অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কয়েকটি ম্যাসেজ আসে।
ম্যাসেজগুলো পর্যালোচনা করে তিনি দেখতে পান, তার নিজ নামীয় ই-মেইল আইডি হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে ৩ বারে প্রায় ৭ লক্ষ টাকা অজ্ঞাতনামা ব্যক্তি হাতিয়ে নিয়েছে।
অভিযোগের ভিত্তিতে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) দেবাশীষ দাস (বিপিএম, পিপিএম), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) কামরুল ইসলাম এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক এর বিভিন্ন দিক-নির্দেশনায় ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার বিকাল সাড়ে টায় পিএসআই (নি.) খালেদ হাসান তপু উক্ত ই-মেইল ও মোবাইল ব্যাংকিং এ্যাপস্ হ্যাকার গ্রুপকে শনাক্ত করে হাতিয়ে নেওয়া ৭ লাখ টাকা উদ্ধার পূর্বক ভুক্তভোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি পুলিশ এই চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে। চক্রের সদস্যদের ধরতে চলছে অভিযান।
এসএ/সিলেট