সংস্কার ছাড়া নির্বাচন করলে তা...
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না, দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই...
মহানগর ১৮নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামের যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে ৭/৮ বছরের মধ্যে সম্পূর্ণভাবে দারিদ্র্য মুক্ত করা যাবে। একমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষেরা কষ্টে জীবনযাপন করছেন।
তারা তাদের ন্যায্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ এ দায়িত্ব পালনের দায়িত্ব ছিল রাষ্ট্রের। কিন্তু ইসলামী রাষ্ট্র না থাকায় নাগরিকগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত রেখে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিৎ।
তিনি বলেন, আল্লাহতায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো। শুধু তাই নয়, বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।
তিনি মঙ্গলবার নগরীর ঝেরঝেরীপাড়া এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সেক্রেটারী নূরুল ইসলাম ফয়সালের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোতোয়ালী পূর্ব থানার আমীর সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা এখলাছুর রহমান, ইলিয়াস আলী তালুকদার, শহীদ খান নোমান, মুশফিক উস সামাদ চৌধুরী, শামসুর রহমান কামাল, আব্দুল ওয়াহিদ জাবেদ, হাফিজ আতিকুর রহমান, আবদুল করিম ও আশরাফ আলী ফয়সাল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে জুলাই বিপ্লবে আহত ঝেরঝেরীপাড়ার যুবক মেহেদী হাসান দেখতে যান তিনি। এসময় তার শারীরিক খোঁজ খবর নেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।
এসএ/সিলেট