প্রভাষক জুয়েল হত্যায় তিন আসামির ৭ বছরের জেল

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রভাষক আবু তৌহিদ জুয়েল (৪০) হত্যার ঘটনায় ৩ আসামিকে ৭ বছরের জেল ও ৬ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করেন।

জুয়েল উপজেলার সেলবরষ ইউনিয়নের মামুদপুর (কাকিয়াম) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন।

মামলার বাদি মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েবের পক্ষে আইনজীবী ছিলেন সরকারি পিপি মো. আবুল হোসেন, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। হত্যা মামলা রায়ে ১১ আসামির মধ্যে বিপ্লব মিয়া, আব্দুর রাজ্জাক, হেলিমকে ৭ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস সাজা, ৬ আসামি খালাস, ২ জন মারা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর  নিজ বাড়ির সীমানা নিয়ে প্রভাষক আবু তৌহিদ জুয়েলের সাথে পার্শ্ববর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে আব্দুল খালেক, গাজী শামসুদ্দিন ও আব্দুর রাজ্জাক দেশী অস্ত্রে সজ্জিত হয়ে দল বল নিয়ে আবু তৌহিদ জুয়েলের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের হামলায় জুয়েল ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা আবু তৌহিদ জুয়েলকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

পরে জুয়েলের বড়ভাই সরকারি মদন মোহন কলেজ সিলেটের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব বাদি হয়ে ওই দিনই ধর্মপাশা থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে বাদি এই রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে বলেছেন, ন্যায় বিচার পাওয়ার আশায় উচ্চ আদালতে আপিল করবেন।


এসএ/সিলেট