নগরীতে তীর খেলার সামগ্রীসহ পুলিশের হাতে আটক ৬

post-title

ছবি সংগৃহীত

সিলেটে ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলার অভিযোগে ৬ জন আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর কালীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের মো. মঞ্জু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া, সুনামগঞ্জের দিরাই থানার ছন্নারচর গ্রামের তিক্ত দাসের ছেলে মিশু দাস, বিয়ানীবাজারের স্বাধীনাপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. আব্দুল কাদের, নগরীর মিরবক্সটুলা এলাকার তোতা মিয়ার ছেলে আব্দুর রহিম, মাছিমপুর এলাকার শান্ত খানের ছেলে মো. আকাশ খান, জকিগঞ্জের বিলপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে মোস্তাক আহমদ।

এসময় তাদের কাছ থেকে ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলায় ব্যবহৃত তিনটি খাতা, তিনটি কলম, তিনটি ছোট স্কেল, একটি ক্যালকুলেটর ও নগদ ২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট