শাবিপ্রবিতে সোশ্যাল ওয়ার্ক ক্যাম্পিংয়ের উদ্বোধন

post-title

ছবি সংগৃহীত

অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি কমিউনিটির বাস্তবিক জ্ঞান অর্জনের লক্ষ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্দ্যেগে 'সোশ্যালওয়ার্ক ক্যাম্পিং' উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান। এ সময় ক্যাম্পিংয়ে করণীয়, বর্জনীয় ও প্রাথমিক দিকনির্দেশনা তোলে ধরেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড. সৈয়দা সুলতানা পারভীন ও সহকাযোগী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 

শিক্ষকরা বলেন, বইয়ের পাতায় পড়ালেখা একটি তাত্তি¡ক বিষয়। তাত্তি¡ক পড়াশোনা করে শিক্ষার্থীরা তেমন বাস্তবিক জ্ঞান অর্জন করতে পারে না। তাই সমাজকর্ম শিক্ষার্থীদেরকে বাস্তবধর্মী অভিজ্ঞতা দিবে এই কোর্স।

সোশ্যালওয়ার্ক ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, তোমরা নতুন একটা কমিউনিটিতে যাবে, সেখানে সবার সাথে ভালোভাবে মেশার চেষ্টা করবে। সমাজকর্মের যথাযথ জ্ঞান প্রয়োগের মাধ্যমে স্বতঃস্ফ‚র্ত কাজ করার আহŸান জানান তিনি।

নিজের অনুভ‚তি জানিয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসলিমা খানম বলেন, নতুন একটা পরিবেশে কয়েকদিন কাজ করার মধ্যে দিয়ে আমাদের অনেক কিছুই অভিজ্ঞতা হবে। এতোদিন বইয়ে পড়েছি এখন বাস্তবে দেখতে পারলে হয়তো অনেক কিছু শিখতে পারবো।

একই বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী নাথ বলেন, বিগত দুই বছর আমরা ব্যক্তি সমাজকর্ম, গ্রুপ সমাজকর্ম ও কমিউনিটি সমাজকর্ম সম্পর্কে পড়েছি। এখন এই ক্যাম্পিংয়ের মাধ্যমে আমাদের বাস্তবধর্মী জ্ঞান লব্ধ করতে পারবো।

১৫ কার্যদিবসের এই ক্যাম্পিং অনুষ্ঠিত হবে সিলেটের খাদিমনগরের তিনটি (নীপবন, মনিপুরী পাড়া ও বহরদাস পাড়া) এলাকায়। ক্যাম্পিংয়ের মাধ্যমে ওই কমিউনিটি সম্পর্কে সম্যক ধারণা, কমিউনিটির প্রয়োজনিয়তা, সমস্যা ও গবেষণাধর্মী জ্ঞান অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা।

এসএ/সিলেট