সিলেটে পাথর বোঝাই ট্রাকের নিচ থেকে ২৯৮ বস্তা চিনি উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে পাচারকালে ২৯৮ বস্তা চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

আটকরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার পানিছড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন ও সিলেটের জৈন্তাপুর থানার খান চা বাগান এলাকার মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল। জব্দ করা চিনির বাজারমূল্য ৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা এবং ট্রাকের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে মালামালের মালিক সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মো. জয় বলে জানায় তারা।

আটক মালামাল ও ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (র.) থানার এফআইআর মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট