শ্রীমঙ্গলে ১ কোটি ৩৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

post-title

ছবি সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দকৃত ১ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিজিবি সেক্টর সদর দপ্তরে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে মাদকগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম পাটোয়ারী।

বিজিবি জানায়, ২০২২ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত ৪৬ বিজিবির একাধিক অভিযানে ৬৮ লাখ ৪১ হাজার ৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩ হাজার ৬০০টি ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত নাসির বিড়ির বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩৭০ টাকা এবং সিগারেটের মূল্য ২ লাখ ৯৬ হাজার ৫শত টাকা।

এ ধরণের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির কর্মকর্তারা মাদকদ্রব্যের ভয়াবহ প্রভাব নিয়ে সচেতনতার আহ্বান জানিয়ে বলেন, মাদক প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

এ কার্যক্রম স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এসএ/সিলেট