নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, যুবলীগ নেতা মুহিবুর রহমান (সুইট)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
তাদের একটি টিম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের ছেলে। গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে বিশ্বনাথ থানাপুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া।
উল্লেখ্য, গত বছরের ৮ মে বিতর্কিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মুহিবুর রহমান (সুইট)। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের। এর আগে ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান সুইট। তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একাধিক মামলা রয়েছে।
এসএ/সিলেট