সংস্কার ছাড়া নির্বাচন করলে তা...
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না, দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাওয়া করে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুরের কাটাগাং নামক স্থানে সিলেট-তামাবিল সড়কে হাইওয়ে পুলিশ এ অভিযান চালায়। এসময় মাদকদ্রব্য বহনকারী অটোরিকশাটির (রেজিস্ট্রেশনবিহীন) চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, তাঁর নেতৃত্বে হাইওয়ে পুলিশের টিম কাটাগাং নামক স্থানে সড়কে চেক পোস্ট বসিয়ে গাড়িগুলোর কাগজপত্র চেক করছিলো।
এসময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের চেকপোস্ট অমান্য করে চলে যেতে চাইলে ধাওয়া করে গাড়ি আটকে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যায়। পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
এসএ/সিলেট