গোয়াইনঘাটে মটরসাইকেল দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার নবগঠিত বিছানাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমান'র ছেলে রিফাত আহমেদ কিবরিয়া (১৯), একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান (১৮)।

জানাযায়, গতাকাল বুধবার (২২জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট-সালুটিকর সড়কের সতি নামক স্থানে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোয়াইনঘাটে নেওয়ার পথে রিফাত আহমেদ কিবরিয়া নিহত হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটস্থ ওসমানী মেডিকেল কলেজে নেওয়ারপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজ থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে (গ্রামের মসজিদে) একটি জানাজায় সামিল হওয়ার জন্য মোটরসাইকেল যোগে ফেরার পথে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় কলেজ পড়ুয়া ২ শিক্ষার্থী নিহতের খবর পেয়েছি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।


এসএ/সিলেট