হবিগঞ্জে ডাকাতি ও হত্যা মামলায়...
হবিগঞ্জে ডাকাতি ও হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। ডাকাতি করে ফেরার পথে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে ডাকাতদল। এ মামলায় দীর্ঘদিন সে...
ছবি সংগৃহীত
একাধিক মামলার আসামী ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টায় র্যাব-৯ এর অধিনস্থ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বাহুবলের মিরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লাল মিয়া (৩৯) হবিগঞ্জ সদর থানার শায়েস্তানগর গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় ১৮ জানুয়ারি তারিখে দায়েরকৃত পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ডাকাত সর্দার লাল মিয়াকে গ্রেফতার করেছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এসএ/সিলেট