চাচিকে উত্ত্যক্তের পর কুপিয়ে হত্যা,...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অশালীন আচরনের প্রতিবাদ করায় আপন ভাতিজার হাতে চাচি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রুকশানা বেগম (৩৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি, জিরা ও বিড়ি জব্দ করেছে বিজিবি।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে চিনাকান্দি বিওপির টহল দলের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চালকবিহীন চারটি মিনি ট্রাক আটক করেন।
এসব ট্রাকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা পাওয়া যায়। আটক পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ হাজার টাকা বলে জানায় বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে।’
আটককৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমাদানের প্রক্রিয়া চলছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
এসএ/সিলেট