নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও দুটি বাসা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তিন কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের চাঁদনীঘাটের ঝালুপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। নতুন পুরাতন মোটর পার্টসের জন্য সিলেট বিভাগে প্রসিদ্ধ স্থান সুরমা নদীর দক্ষিণ তীরের চাঁদনীঘাট। সেখানে বিভিন্ন ব্যান্ডের নতুন পুরাতন যানবাহনের যন্ত্রাংশের শতাধিক দোকান রয়েছে।
শুক্রবার বন্ধের দিনে বিকেল সাড়ে তিনটার দিকে ঝালুপাড়া এলকার এম রহমান মার্কেটের তালাবন্ধ দোকানগুলোতে আগুন লাগে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে শরবিন্দু, ফিরোজ মিয়া, বাছির আহমদ, তারেক আহমদ, হারুন, বুলবুল মিয়ার দোকান সহ ৯টি মোটর পার্টসের দোকান ও মঞ্জু মিয়ার একটি মুদির দোকান পুড়ে যায়। মার্কেটের পাশে থাকা সনাতন ধর্মালম্বী পরিমল বাবু, কুরঞ্জ বাবু, নারায়ণ চক্রবর্তীর ২টি বাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ছুটে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
চাঁদনীঘাট নতুন ও পুরাতন মোটর পার্টস বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান জানান, এম রহমান মার্কেটের ১০টি দোকান ও মার্কেটের পাশে থাকা ২টি বাসা সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক তিন কোটি টাকা হবে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে তিনি জানান।
এসএ/সিলেট