সিলেটে চারশ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ব্যক্তি হলেন- চাঁদপুরের শাহারাস্তী উপজেলার পাড়ানগর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে মো. আলমগীর। পেশায় তিনি ট্রাক চালক।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, ১৭ জানুয়ারি ভোররাতে  শাহপরাণ (রহ.) থানার বিশেষ অভিযানে ৪০০ বস্তায় (১৯,৬০০ কেজি) ভারতীয় চিনি ও একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।  এসময় ট্রাক চালককে আটক করা হয়। 

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানার এসআই মো. সানাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএ/সিলেট