শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে পাত্রখোলা চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় এ হত্যাকাণ্ড করার পর পালিয়ে যায় ঘাতক দেবর।
পরে অভিযান চালিয়ে ৯ ঘন্টা পর ঘাতক দেবর মঞ্জুর মিয়াকে আটক করে পুলিশ। খুন হওয়া কারিমা বেগম (৪২) পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে দেবর মঞ্জুর মিয়া (৪২) পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত কারিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা।
এ ঘটনার পর ঘাতক মঞ্জুর মিয়াকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে ঘটনার ৯ ঘন্টা পর আটক করা হয় তাকে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারিকে ধরতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় হত্যা মামলা হবে।
এসএ/সিলেট