সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে আলোচনা সভা

মরহুম সিরাজ উদ্দিন আহমদ শিক্ষা বিস্তারসহ মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন: অতিরিক্ত বিভাগীয় কমিশনার

post-title

ছবি সংগৃহীত

সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি দেবজিৎ সিংহ বলেছেন, মরহুম সিরাজ উদ্দিন আহমদ শিক্ষা বিস্তারসহ মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সৎ, নির্লোভ, নির্মোহ মরহুম সিরাজ উদ্দিন আহমদ শিক্ষা বিস্তার, সামাজিক, রাজনৈতিকসহ সমাজের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধায় স্মরণ করছি ও তাঁর রুহের মাগফেরাত কামনা করছি৷ মহান মুক্তিযুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন মরহুম সিরাজ উদ্দিন আহমদ। তিনি রেড ক্রিসেন্টের সিলেটে চেয়ারম্যান ও রেডক্রসের দায়িত্ব পরিচালনা করেন। তাঁর প্রতিষ্টিত সিরাজ উদ্দিন আহমদ একাডেমী সমাজে সুনাগরিক তৈরি করে দেশ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বীর মুক্তিযুদ্ধা মরহুম সিরাজ উদ্দিন আহমদ ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার সময় সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের পূর্বে সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর উদ্যোগে শোক র‌্যালী ও মরহুমের কবর জিয়ারত করা হয়।

আলোচনা সভায় সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমদ এর সভাপতিত্বে ও শিক্ষক ময়নুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডা. শামিমুর রহমান, সাবেক সভাপতি নুরুল ইসলাম, শাহ আহমেদুর রব, আব্দুল হাছিব, সহকারি প্রধান শিক্ষক মোকাব্বির আলী, বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম মনসুর, সাবেক মেম্বার আরতাফুর রহমান টিপু, দাতা পরিবারের সদস্য রেফাত হোসেইন, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহবুবা জান্নাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি আপ্তাব মিয়া পিয়ারা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ২০জন শিক্ষার্থীদের ভর্তি ফী বাবৎ নগদ টাকা দিয়ে সহযোগিতা করেন। এছাড়া সিরাজ উদ্দিন আহমদ একাডেমী পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডা. শামিমুর রহমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।




এসএ/সিলেট