শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. জাকির হোসেন। রবিবার (১২ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
ডা. জাকির এর আগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।
৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. জাকির হোসেন কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। শিশু বিশেষজ্ঞ এ চিকিৎসকের উপজেলাব্যাপী ব্যাপক সুনাম রয়েছে।
এক প্রতিক্রিয়ায় তিনি উন্নত চিকিৎসাসেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য এ উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা। চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ডা. জাকির হোসেন সোমবার (১৩ জানুয়ারী) থেকে কুলাউড়া অফিস করেন বলে জানা যায়।
এসএ/সিলেট