সংস্কার ছাড়া নির্বাচন করলে তা...
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না, দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই...
নূরজাহান কলেজে ফ্যাসিবাদ বিরোধী তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান
ছবি সংগৃহীত
সিলেটের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে সোমবার (১৩ জানুয়ারি) উদ্বোধন করা হলো তিন দিন ব্যাপি ফ্যাসিবাদ বিরোধী তারুণ্যের উৎসব।
কলেজ অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে যাঁরা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শরিক ছিলেন তাঁদেরকে সব সময় সম্মানজনক জায়গায় রাখতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে প্রত্যেক জায়গা থেকে উৎখাত করতে হবে।
মেলায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য আমাদের তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী এই তারুণ্য মেলা এক্ষেত্রে চমৎকার ভ‚মিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, দাতা সদস্য নাজমুল হোসেন এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা শাহ কামাল উদ্দিন, লোকমান আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছ, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক র. ম বাবর, সহকারী অধ্যাপক লাকি বেগম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন চৌধুরী, প্রভাষক রাহিমা আক্তার, প্রভাষক নাসরিন আক্তার, প্রভাষক সুমনা আক্তার, মোহাম্মদ ঈমান আলী ইমন, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক তামান্না আফরিন প্রমুখ।
মেলা উপলক্ষে কলেজের ছাত্রীরা তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষে বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে প্রায় ত্রিশটি স্টল দিয়েছে। তিনদিন ব্যাপি আয়োজিত এই তারুণ্য মেলা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এবং কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী উৎসব চলবে আগামী ০৬ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে।
এসএ/সিলেট