নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা ২৪ কর্মকর্তা বদলি হয়েছেন সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায়। এরমধ্যে ৬ জনকে সিলেটে অদল-বদল করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়।
সিলেটে অদল-বদল হওয়া ৬ কর্মকর্তা হলেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার রাজীব কুমার দেবকে একই ইউনিটে উপ-কমিশনার, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমরা রায়কে এসপি পদমর্যাদা দিয়ে খুলনা মেট্রোপলিট পুলিশের (কেএমপি) উপ-কমিশনার, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, ঢাকা এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব ফারহানকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার এবং সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেনকে সুপারনিউমারারি পুলিশ সুপার পদমর্যাদায় এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার পদায়ন ও বদলি করা হয়েছে।
এসএ/সিলেট