নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
ফাইল ছবি
সিলেট মহানগরে অনুমতি ছাড়াই বিভিন্ন গোলচত্বর ও রাস্তায় আইল্যান্ডসমূহে স্থাপিত বিজ্ঞাপন বোর্ড ও দিকনির্দেশনামূলক বোর্ড নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
নিজ দায়িত্বে অপসারণ করা না হলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছে সিসিক।
সোমবার (১৩ জানুয়ারি) সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশন এলাকার আওতাধীন বিভিন্ন গোল চত্বর ও রাস্তার মাঝখানে আইল্যান্ড সমূহে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুমতি ব্যতীত বিজ্ঞাপন বোর্ড ও দিকনির্দেশনামূলক বোর্ড স্থাপন করায় মহানগরীর বিভিন্ন রাস্তায় গাড়ি চালাতে নগরবাসীর সমস্যা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিষয়টি সৌন্দর্যহানিকরও।
তাই জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞাপন বোর্ড ও দিকনির্দেশনা বোর্ড অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হলো। অনুমতি ব্যতীত স্থাপনকৃত বিজ্ঞাপন বোর্ড ও দিকনির্দেশনা বোর্ড নিজ দায়িত্বে অপসারণ করা না হলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট