সিলেটে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও...
বৈশাখের প্রথম দিনেই তীব্র গরমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলেছে দেশের বিভিন্ন স্থানের মানুষ। এরই মধ্যে আবার অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ...
ছবি সংগৃহীত
পৌষের শেষদিকে শীতে দুই রকমের তাপমাত্রায় বিপাকে পড়েছেন তেঁতুলিয়ার মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত খুবই ঠান্ডা আর সকালে ঝকঝকে রোদ। দিনের বাড়তি তাপমাত্রায় গায়ে গরম কাপড় রাখা যায় না আর রাতে গরম কাপড় ছাড়া বাইরে থাকার উপায় নেই।
তবে তাপমাত্রা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেও দেখছেন তারা। কেননা, তাতে দিনের অনেকটা সময় উষ্ণতায় থাকতে পারবেন তারা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের এক কর্মকর্তা জানান, রোববার ভোর ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একই তাপমাত্রা রেকর্ড করা হয় সকাল ৯টায়ও।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, রোববার ১২ জানুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১১ জানুয়ারি ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ভোর ৬টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
এসএ/সিলেট