ছাতক গ্রীডের 132/33 কেভি ব্রেকার...
সিলেট অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটেছে সুনামগঞ্জের ছাতক গ্রীডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকার নষ্ট হয়ে যাওয়ার কারণে 132/33 কেভি ক্ষমতাসম্পন্ন ওই...
ছবি সংগৃহীত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ারসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ব্যাব জানায় সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
আটক জালাল মিয়া সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ইউপির বড়ইতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। র্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার রাতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ারসহ জালাল মিয়াকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএ/সিলেট