সিকৃবিতে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ

post-title

ছবি সংগৃহীত

সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মেধা, যোগ্যতা ও সৃষ্টিশীলতা দিয়ে প্রকল্প প্রস্তাবনা তৈরী করবেন। এসময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশ্বের সাথে সামঞ্জ্স্য রেখে যুগোপযোগী গবেষণার মাধ্যমে শিক্ষকরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হবেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব—ই—ইলাহী।

প্রশিক্ষণ কর্মসূচিতে “রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল” বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রজেক্টের এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট প্রফেসর ড.মো. মোজাহার আলী। দিন ব্যাপী এই প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫০ জনের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এসএ/সিলেট