মাগুরছড়া বিস্ফোরণের ২৮ বছরেও...
আজ ১৪ জুন, মাগুরছড়া দিবস। ১৯৯৭ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় গ্যাস অনুসন্ধান কূপ খননকালে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।...
ছবি সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কোন দলকে, কোন গোষ্ঠীকে, কোন ব্যক্তিকে সহযোগিতা করার জন্য আমরা নেমি নাই। আমরা নেমেছি একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। মানুষ যাকে ভোট দিবে সেই জিতবে, আমাদের উদ্দেশ্য সেটাই।
তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বোত্বভাবে চেষ্টা করে যাচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের একটি কনভেনশন হলে ‘নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (CBTEP) প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এই কথাগুলো বলেন।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সিলেট অঞ্চল) মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক এবং সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খাঁন, উপপ্রধান (উপসচিব) প্রকল্প পরিচালক সিবিটিইপি মোহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ।
এসএ/সিলেট