জুলাই-আগস্টের আ ন্দো ল নে সাবেক ছাত্রদল নেতাদের ভূমিকা অপরিসিম : কয়েস লোদী

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র সাবেক ছাত্রনেতা রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘এ দেশের সকল সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।’

বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রাম, প্রতিটি অর্জনের সঙ্গে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ জড়িয়ে আছেন। আমরা যদি শহীদের খাতায় চোখ বোলাই তাহলে দেখবে ছাত্রদলের সাবেক অনেক নেতা বুকের রক্ত দিয়ে প্রতিটি অর্জনে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের যেকোনো দুর্যোগে প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য সক্রিয় ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, ‘সাবেক ছাত্রদলের নেতারা নিজ নিজ দেশে নিজের অবস্থান থেকে ফ্যাসিস আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত সহ সরাসরি প্রতিবাদ কর্মসূচি পালন করায় দেশে তাদের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এসকল প্রবাসী যোদ্ধারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে একটি ৫ আগস্ট তৈরি করেছেন। আমরা তাদের অবদান ভুলে গেলে হবে না। তাদের অবদান আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে।’

তিনি বুধবার (৮ জানুয়ারি) ১৬নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু, মাহফুজুল করিম জেহিন, আবু জাফর রাসেল ও সায়েফ আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় প্রবাসী ছাত্রদলের সাবেক ৪ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ তুহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকি, মামুন আহমদ মিন্টু। উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, সাকি হাজারী, আজহার আলী অনিক, সাঈদ আহমদ প্রমুখ।

এসএ/সিলেট