২২নং ওয়ার্ড বিএনপির প্রচারপত্র বিলিন

জনগণের আশা-আকাঙ্খা পূরণে ৩১ দফার বিকল্প নেই: কয়েস লোদী

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৪২টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নগরের ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মহানগর বিএনপির নেতারা এসব প্রচারপত্র বিতরণ করেন।
এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহŸান জানিয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।

তিনি আরোও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সারা দেশে প্রচারাভিযানের অংশ হিসেবে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচারপত্র বিলিন কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এ প্রচার কর্মসূচি চলবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির সহ সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, ২২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী নুরুল হুদা দিপু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেছার, সাবেক ছাত্রদল নেতা বদরুল ইসলাম, মহিন আহমদ, রনি চৌধুরী, শাহ সাব্বির বাবু, সাদী হাসান খান, বেলাল আহমদ চৌধুরী, সোহেল আহমদ, রফিক আহমদ, জাহাঙ্গীর চৌধুরী, মনির হোসেন, রুবেল আহমদ, সাগর আহমদ প্রমুখ।


এসএ/সিলেট