সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের...
সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত যাত্রীবাহী সিএনজি সংঘর্ষে লোকনাথ বনিক (২২) নামের এক যুবকের মৃত্যু...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত দিয়ে চোরাইপথে আনা সাতটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
সোমবার (৬ জানুয়ারী) ভোর রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত এলাকা থেকে গরুগুলো জব্দ করে বাগানবাড়ী বিওপি। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সুত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে সাতটি ভারতীয় গরু জব্দ করে বাগানবাড়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। গরুগুলোতে পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।
এসএ/সিলেট