চুনারুঘাট র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

post-title

ছবি সংগৃহীত

র‌্যাব-৯ এর অভিযানে দুই যুবক আটক হয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শনিবার রাত সোয়া ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুরের বাচ্চু মিয়ার ছেলে মো. সুমন ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর উত্তরপাড়ার মোতালেবের ছেলে মো. জসিম।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট