এএইচজেড বাংলাদেশ সিলেটের “আইইএলটিএস ও...
এএইচ বাংলাদেশ সিলেট শাখার উদ্যোগে “আইইএলটিএস ও ইউকে এডুকেশন এক্সপো" সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর জল্লারপারস্থ গ্রান্ড প্যালেস হোটেলে দিনব্যাপী এ...
যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের জন্য প্রিডিপারচার সেশন
এএইচজেড এসোসিয়েট বাংলাদেশ নগরীর দরগাহ গেইট শাখা ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশন পরিচালিত এমআইই ইংলিশ কোর্স শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ এইচএস টাওয়ারে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এএইচজেড বাংলাদেশ ও এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ গোলাম মর্তুজা।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সিলেটে আজকের এই শাখা উদ্বোধনের মধ্যদিয়ে এ এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষালাভে যুক্তরাজ্যসহ বিদেশ গমনে এক নতুন দিগন্তের স‚চনা হলো, তারা বিদেশে অধ্যায়নকালে নিজেদের আরও মেধাবী ও যোগ্য হিসেবে প্রমাণ করতে সক্ষম হবে। বিশ্বের ১৮টি পরিচালিত এএইচজেড এর উচ্চশিক্ষা প্রসার কার্ষক্রম আগামী দিনে বাংলাদেশে আরও গতিশীল ও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি সমাজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএম গ্লোবাল গ্রুপের হেড অব এডমিন মেজর (অব.) তানভির, এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান। স্বাগত বক্তব্য রাখেন সিলেট শাখা ব্যস্থাপক রুহিত পারভেজ জয়। ঊদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের শিক্ষানুরাগী, বিশিষ্টজন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও সিলেটের সকল শাখার কর্মরত এএইচজেড এর কাউন্সিলার, কমপ্লায়েন্সর, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, এএইচজেড বাংলাদেশ, সিলেট শাখার উদ্যোগে উচ্চশিক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের জন্য প্রিডিপারচার সেশনের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় নগরীর জল্লারপারস্থ একটি অভিজাত হোটেল গ্রান্ড প্যালেসে আয়োজিত এ জাকজমকপ‚র্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এএইচজেড ও এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী গোলাম মর্তুজা।
প্রধান অতিথি এএইচজেড এর সার্বিক কাউন্সিলিং ও পরামর্শে নিয়ে উচ্চ শিক্ষালাভে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা নিজেকে যোগ্য, দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। একই সাথে যুক্তরাজ্যে ইমিগ্গেশন রুল মেনে সব ক্ষেত্রে সেদেশের আইনানুযায়ী চলে একাডেমিতে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলে ধরার আহবান জানান।
প্রিডিপারচার সেশন অনুষ্ঠানে উচ্চ শিক্ষালাভে ভিসা নিয়ে যুক্তরাজ্যগামী প্রায় একশত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষানুরাগী বিশিষ্টজন, সাংবাদিক ও সিলেটের এইচজেডের দুটি শাখায় কর্মরতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানশেষে অতিথি ও শিক্ষার্থীরা এএইচজেড এর দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেন।
এসএ/সিলেট