শেখঘাট থেকে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। চেকপোস্টে পুলিশ দেখে দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার কাছ থেকৈ ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক বাবুল আহম্মেদ গোয়াইনঘাট থানার নয়ামাটি গ্রামের মৃত শহর উল্লাহ এর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (০৩ জানুয়ারি) লামাবাজার পুলিশ ফাঁড়ি এলাকাস্থ জিতু মিয়ার পয়েন্টে চেকপোস্ট করছিল পুলিশ। এসময় পুলিশ এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে তার জ্যাকেটের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট